মোঃরায়হানআলী , চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন মেয়র প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও জি.কে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন রাস্তায় ও গ্রামে গ্রামে গিয়ে মাক্স বিতরণ করেন মেয়র প্রার্থী মনিরুল।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী তিনি বিপুল পরিমাণ মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি নিজ হাতে মানুষদের মুখে মাস্ক পরিয়ে দেন। এ তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জিকে ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থেকে সহযোগীতা করে যাচ্ছে।
সৈয়দ মনিরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তাঁর হাতকে শক্তিশালী করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
তিনি বলেন, আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আমাকে সুযোগ দেবেন। আপনাদের সাথে নিয়ে শিবগঞ্জ পৌরসভাকে আধুনিক ও মডেল করতে সর্বোচ্চ দিয়ে আমি পাশে থেকে কাজ করে যাব।
এ ছাড়াও করোনাকালীন শিবগঞ্জের সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা মেনে চলার জোর আহবান জানান জিকে ফাউন্ডেশনের কর্ণধার সৈয়দ মনিরুল ইসলাম।