প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২০, ৯:৫১ পি.এম
শিবগঞ্জে সমাজসেবা অফিসার ও শেখ রাসেল শিশু প্রশিক্ষন কেন্দ্র”র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
মোঃরায়হানআলী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রের হস্তক্ষেপে বন্ধ হয়েছে অত্র স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে দাইপুকুরিয়া গ্রামে মৃত আবু বাক্কার সিদ্দিকের মেয়ে শাবনাজ।
শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রের সোস্যালওয়ার্কার,আরফাতুন নেসা জানান, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূনর্বাসন কেন্দ্রের ৫ম শ্রেণীর ছাত্রী মোসাঃশাবনাজ খাতুন(১৩) কে গত ১০তারিখ সকালে তার মা তার খালার অসুন্থতা কথা বলে বাড়ি নিয়ে যাই কিন্ত কৌশলে নিয়ে গিয়ে গোপনে শাবনাজ"র (১৩) সোমবার রাতে বিয়ের ব্যবস্থা করেন দাইপুরিয়া ইউনিয়নে বাগবাড়ি মিয়াপুর গ্রামের বাবর আলির ছেলে জসিম এর সাথে । গোপন সুত্রে জানতে পেরে সমাজসেবা অফিসার এর হস্তক্ষেপে ইউনিয়ন সমাজকর্মী রাহাতজ্জামান ও দাইপুকুরিয়া ,মোবারকপুর ইউনিয়ন এর গ্রাম পুলিশ, স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বন্ধ করাে হয় বাল্যবিবাহ। বাল্য বিবাহ বন্ধ করে মেয়েটিকে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস এর কাছে মেয়েটির বাল্যবিয়ের বিষয়টি যানতে চাইলে তিনি বলেন,শাবনাজ খাতুন দির্ঘদিন থেকে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রের ভর্তি রয়েছে। আমরা তার সব রকম দেখাশুনা করছি।কিন্তু শাবনাজ"র মা কৌশলে বাড়িতে নিয়ে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করছিলো।আমরা খবর পেয়ে বাল্যবিবাহ বন্ধ করে তাকে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে এসেছি।যতদিন সে ১৮+বয়স না হবে সে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রেই থাকবে আমরা তার সব রকম দেখাশুনা করবো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy