প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২১, ১১:২৩ পি.এম
শিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন নিহত
ইলিয়াছ হায়দার :
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
৩ সেপ্টেম্বর শুক্রবার দিনগত রাত নয়টার দিকে শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্টিগড় ও চৈতন্যা বাসস্ট্যান্ডের মাঝামাঝি কালুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুরের চৈতন্যা এলাকায় সবিকুল ইসলামের পুত্র ফরহাদ ভূঞা (১৯) ও একই এলাকার দেলোয়ার ভূঁইয়ার পুত্র শাকিল মিয়া (১৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে
মোটরসাইকেলযোগে ফরহাদ ও শাকিল ঢাকা সিলেট মহাসড়ক ধরে শিবপুরের ইটাখোলার দিক থেকে চৈতন্যা অভিমুখে যাচ্ছিল।
এসময় তাদের মোটরসাইকেলটি চৈতন্যা বাসস্ট্যান্ডের আগে সৃষ্টিগড় কালুরবাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি যান তাদেরকে পিছন থেকে চাপা দেয়।
দুজনেই রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয়।ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নূর হায়দার তালুকদার জানান, দুজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
অজ্ঞাতনামা কোনো একটি যান তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy