শুক্রবার সাসপেনশনের কারণে নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়াই খেলতে নামে জিদানের দল। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ১১ মিনিটেই পেনাল্টি পাওয়ার পর স্পট কিকে স্কোরশিটে নাম তোলেন করিম বেনজেমা। এরপর প্রথমার্ধে কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করে রিয়াল। এবার স্কোরার ছিলেন স্প্যানিশ তারকা অ্যাসেন্সিও। অ্যাসিস্ট করেন বেনজেমা। বাকি সময়ে কোনো দলই গোল করতে না পারায় সহজ জয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের দলটি।
এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে আবারো ৪ পয়েন্টে এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। লা লিগায় প্রতিটি দলের এখন তিনটি করে ম্যাচ রয়েছে। চার পয়েন্ট এগিয়ে থাকায় যেকোন দুই ম্যাচ জিতলেই শিরোপার স্বাদ পাবে লস ব্লাঙ্কোসরা। সেক্ষেত্রে নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও বার্সেলোনার কোনো লাভ হবে না।
৩৫ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের মোট পয়েন্ট ৮০। সমান ম্যাচে কাতালানদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। লিগ শেষে দুই দলের পয়েন্ট সমান থাকলেও জিতবে রিয়ালই। কারণ মুখোমুখি দেখায় এগিয়ে রয়েছে তারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy