প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। ফেরলঁদ মঁদির গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। স্বাগতিকদের একমাত্র গোলদাতা দারউইন মাচিস।
কষ্টের জয়ে বার্সেলোনা থেকে আবারো ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ৩৬ ম্যাচে ৩৫ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৮৩। দুইয়ে থাকা গত দুবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭৯। শেষ দুই রাউন্ডে আর ২ পয়েন্ট পেলে অন্য কোনো হিসেব ছাড়াই দুই বছর পর লিগ শিরোপা ঘরে তুলবে রিয়াল।
করোনাভাইরাস বিরতির পর নতুন রূপে ফেরা লিগে ৯ ম্যাচ খেলে সবকটিতেই জিতল রিয়াল। জয়ের ধারা ধরে রাখতে পারলে আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে শিরোপা জয়ের আনন্দে ভাসবে জিদান ও তার দল। সেদিন ভিয়ারিয়ালের মুখোমুখি হবে সবশেষ ২০১৭ সালে লিগ জেতা মাদ্রিদের দলটি।