
উবায়দুল্লাহ খানজাহানা আলী থানা প্রতিনিধি খুলনাঃ
রবিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত খানজাহান আলী থানায় ফুলবাড়ীগেট ও শিরোমনি দোকানদার, পথচারী সহ ৭ জনকে ৩ হাজার ৫০০ টাকা আর্থিক জরিমানা করেছে
ভ্রম্যামান আদালত। ভ্রম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নিলা ও হামিদা মোস্তফা ও খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ প্রবির কুমার বিশ্বাসএ সময় উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীগেট মেসার্স ইমরান ব্রাদার্স (নির্মাণসামগ্রী) ১০০০ টাকা । রেজাউল স্টোর মুদির দোকান মাক্স না থাকায় ২০০ টাকা,এসকে মাহমুদুল ইমরান মুভমেন্ট পাস ছাড়াই বের হওয়ায় ১জনকে ৩০০টাকা
এবং সড়কে মোটরসাইকেলে চলাচল করায় ১ জনকে ৫০০ টাকা জরিমানা করেন। শিরোমনি বৈশাখী সুপার মার্কেট এ মেসাস স্বর্ণা কোকারিজ এর দোকানে ৩০০টাকা জরিমানা , মনির হোসেন মুভমেন্ট পাস ছাড়াই বের হওয়ায় ২০০ টাকা,
হাসানুজ্জামান মুভমেন্ট পাস ছাড়াই বের হওয়ায় আর্থিক জরিমানা করেছে ভ্রম্যামান আদালত। সরকারি আদেশ অমান্য করার কারণে জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নিলা
তিনি বলেন সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে অভিযান চলমান কার্যক্রম অব্যাহত থাকবে ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply