প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৯:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২১, ৮:০৮ পি.এম
শিরোমনি বাজারে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত

এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
গতকাল শনিবার যোহর বাদ শিরোমনি বাজার বণিক সমিতির উদ্যোগে আলহাজ্ব শেখ ইলিয়াস হোসেনের রুহের মাগফেরাত কামনায় শিরোমনি বাজার পান চাতাল প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত পহেলা মার্চ সোমবার খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপ সংলগ্নে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিরোমনি বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলহাজ্ব ইলিয়াজ হোসেন (৫০) নিহত হয়। মরহুম আলহাজ্ব ইলিয়াস হোসেন এশার নামাজ আদায় করে সিএনজি যোগে দৌলতপুরে ওয়াজ মাহফিল শোনার জন্য যাচ্ছিলেন। সোমবার রাত সোয়া ৯টায় খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপ সংলগ্নে খুলনা মুখি সিএনজি অপর একটি সিএনজিকে ওভারটেক করার সময় ফুলবাড়ীগেট মুখি ট্রাক পিরোজপুর(ট-১১-০৩৩৯) সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ো যায়। এ সময় সিএনজির যাত্রী যোগীপোল ৯নং ওয়ার্ডের শেখ ইমান আলীর পুত্র মোঃ ইলিয়াজ হোসেন(৫০) গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার ইলিয়াজ হোসেনকে মৃত বলে ঘোষনা করে। নিহত ইলিয়াজ হোসেন শিরোমণি বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন । নিহত ইলিয়াজের স্ত্রী, ২ছেলে ও ২ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিরোমনি বাজার বণিক সমিতির পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান করা হয়।
উক্ত দোয়ার অনুষ্ঠানে শরিক হন। শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী,
সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কুদ্দুস আলী
সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা জাহিদুর রহমান, শিরোমনি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, শিরোমনি বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোঃ ইয়াসিন, মোঃ শহিদুল ইসলাম আব্দুল জলিল, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বাজারের ব্যবসায়ী উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন শিরোমনি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আতাউর রহমান ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy