ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শিশুদের মানষিক বিকাশের সাংস্কৃতিক পরিমন্ডল ও খেলা-ধুলার সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন। শেখ হাসিনার সরকার শিক্ষা ও ক্রীড়াবান্ধব সরকার। শিশু-কিশোরদের মেধা বিকাশে বর্তমান সরকার নানামূখী উদ্যোগ প্রসংশনীয়। ঝড়ে পড়া শিশুদের মেধা বিকাশে সমাজসেবা অধিদপ্তর আওতাধীন সরকারি শিশু পরিবারের বিদ্যাপীঠ গুলো ব্যাপক ভূমিকা রাখছে। তাদের আজকের এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন দেখে এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে যে প্রতিভা ফুলঝুড়ি প্রকাশিত হচ্ছে যা এক সময় বাংলাদেশের উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।২৩ মার্চ সন্ধ্যায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন রউফাবাদ সরকারি শিশু পরিবার (বালিকা) ব্যাবস্থাপনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (উপসচিব) নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা উপপরিচালক শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, বায়োজিদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল নবী লেদু, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মালেক, জেলা সমাজ সেবা কার্যালয় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক কামরুল পাশা, সমাজসেবা অধিদপ্তর কর্মরত অনুপ দাশ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম খান, জয়নাল আবেদিন লিটন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তি শেখ, রেশমি আক্তার প্রমুখ।
Leave a Reply