কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
আইনে ১৮ বছর পর্যন্ত সবাইকে শিশু ধরা হলেও এর পরিবর্তন চাইছেন আইনশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্টরা।
কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্টদের। এজন্য দণ্ডবিধি, শিশু আইন ও শ্রম আইন নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। তবে, শিশুর সংজ্ঞা বদলিয়ে বয়স কমানো এই সমস্যার সমাধান নয় বলে মত সমাজবিজ্ঞানী ও আইনজ্ঞদের।
বেশ কয়েক বছর আগে রাজধানীর উত্তরায় দুই কিশোর গ্রুপের সংঘর্ষে নিহত হয় আদনান কবির নামের এক কিশোর। এর কয়েক ঘন্টা পরেই ফেইসবুকে আরেক কিশোর ওই হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণাও দেয়। আলোচনায় আসে কিশোর গ্যাং।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy