জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর রায়পুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রায় ডজন খানেক কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে গাড়িবহরে লক্ষ্মীপুরে আসনে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় ঢাকা থেকে লক্ষ্মীপুর জেলা যুবলীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়।এসময় জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপু,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান,জেলা আওয়ামীলীগের সেক্রেটারি নুরুউদ্দিন চৌধুরী নয়ন ও মেয়র আবু তাহের সহ স্থানীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।
পরে গরীব অসহায় লোকদের মাঝে কম্বল বিতরন করেন কেন্দ্রীয় যুবলীগের সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল।কয়েক ডজন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি দেখা যায় নিখিলের পাশে।
সূত্রে জানা যায়,নির্বাচনী প্রচারণার কাজে সাধারণ সম্পাদকের সাথে কেন্দ্রীয় নেতা শামসুল ইসলাম পাটোয়ারী,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পবন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন রিগান, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন কামালসহ প্রায় দুই ডজন কেন্দ্রীয় নেতাকর্মী রায়পুর পৌরসভা নির্বাচনী প্রচারণায় সভায় অংশ নেন।
জেলা যুবলীগ সভাপতি একেএম সালাউদ্দিন টিপু গণমাধ্যম কর্মীদের জানিয়েছে, রায়পুর পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।সেই সুবাধে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিনি প্রধান অতিথি হিসেবে রায়পুর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন।
Leave a Reply