শিবির ক্যাডার সাজ্জাদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী,
আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে লক্ষীপুর জেলার শাকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজিসহ ৬/৭টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান
বলেন, ‘ঢাকাইয়া আকবরকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে লক্ষীপুরের শাকচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy