Surjodoy.com
জনপ্রিয় এশিয়ান টিভি চ্যানেলের সাবেক ফেনী জেলা প্রতিনিধি, সিএসটিভি নিউজ চ্যানেল এর চেয়ারম্যান , জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি, জাতীয় সপ্তাহিক ভাঙ্গাগড়া পত্রিকার সহ-সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ফেনী প্রেসক্লাবের সদস্য হাসনাত তুহিন লন্ডনী'র
শুভ জন্মদিন।
The Daily surjodoy
চেয়ারম্যান হাসনাত তুহিন লন্ডনী'র জন্মদিনে সিএসটিভি নিউজ চ্যানেল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন” জানিয়েছেন চ্যানেল এর কলাকৌশলী, রিপোর্টার, সহকর্মী ও আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধরা।
The Daily surjodoy
মিডিয়া ব্যক্তিত্ব,লেখক,পরিচালক,অভিনেতা,ব্যবসায়ী পরোপকারী গরীব অসহায় মানুষের আস্থা ভাজন সাংবাদিক নেতা হাসনাত তুহিন এর ১জুন২০২১ইং মঙ্গলবার ৩৮তম জন্মদিন ছিলো।তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি দাগনভূঞা প্রথম শ্রেণি পৌরসভার ৩নং ওয়ার্ড এর স্থায়ী নাগরিক।তিনি নাছের লন্ডনী পরিবারের এক উজ্জ্বল নক্ষত্র।তার পিতা হাজী আবু নাছের নল্ডনী,মাতা গোল আফরোজ বেগম, দুই ভাই চার বোন নিয়ে তার পরিবার।
The Daily surjodoy
জম্মদিনে সাদামাঠা সদাহাস্যজ্বল সাংবাদিক নেতা হাসনাত তুহিন বলেন,আজ আমার জম্মদিন কিন্তু আমি নিজেও জানিনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজ বুকে আমার জম্মদিন উপলক্ষে পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সহকর্মীরা একে একে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আমায়,এই দিনে যাঁরা আমায় প্রকৃতপক্ষে ভালোবেসে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে তাদের প্রতি আমার অফুরান ভালবাসা রইলো।
The Daily surjodoy
সাংবাদিক নেতা হাসনাত তুহিন লন্ডনী তার জম্মদিন উপলক্ষে সকলের কাছে দোয়া কামনা করে আরো বলেন, জীবনের অনেক গুলো বছর পার করে আসেছি চলার পথে, ব্যবসায়িক কাজে বা সাংবাদিকতার জীবনে কোন প্রকার কাহারও সাথে কোন খারাপ আচরণ করে থাকি তাহলে আমায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এই ছাড়াও জীবনে যতোদিন বেছে থাকবেন দেশ ও মানুষের স্বার্থে আমিত্র কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন এই সাংবাদিক নেতা।