মমিন আজাদ স্টাফ রিপোটার ।। সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের মানুষের জীবনমান বদলে গেছে। অভাব গেছে জাদুঘরে।
বর্তমান সরকার দেশের দৃশ্যমান অনেক টেকসই উন্নয়নের কাজ করেছে। বিশ্ববাসি অবাক হয়ে তাকিয়ে উদহারন জুড়ে দেন বাংলাদেশের। তাই অব্যহত উন্নয়নের স্বার্থে এই সরকার আবারও প্রয়োজন।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের ইকু হেরিটেজ রেষ্ট্রুরেন্টে কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রাম ফর হেলথ এ্যান্ড ওয়াশ সার্ভিস ও ব্রাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে অধিকার ও মালিকানা নিয়ে কর্মশালায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
রাফিকা আক্তার আরও বলেন, ১৫ বছর আগে দেশের চিত্র এমন ছিল না। প্রতিটি সেবামুলক খাতে সরকার মানুষের মঙ্গলের জন্য বিনিয়োগ করেছেন। এতে বদলে গেছে মানুষের জীবনের মান। সকল খাতে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও শিক্ষা খাতে সরকারের সাথে বেসরকারি সংস্থাগুলো মিলে দৃশ্যমান উন্নয়নে ভুমিকা পালন করছে। তাই তাদের অবদানও অনস্বিকার্য।
রেজিনা পারভিনের সঞ্চালনায় ব্রাক আরবান প্রজেক্টের সেন্ট্রাল ম্যানেজার আকতার হোসেন, ব্রাক এডভোকেসি ম্যানেজার, মুশিকুল ইসলাম, জেলা কোর্ডিনেটর আকতারুল ইসলাম, ওয়াশ কর্মসুচীর ম্যানেজার ওমর ফারুক, ফিল্ড অপারেশন আ: মালেক ও সৈয়দপুর হেলথ কমপ্লেক্সের ইনচার্য ডা: আলিমুল বাশার বক্তব্য রাখেন। এর আগে মুক্ত আলোচনায় পৌরসভার সকল কাউন্সিলরগণ বক্তব্য দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy