বরিশাল ব্যুরো: উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০ মিনিটের ব্যবধানে ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টায় এই তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত্যুবরণকারী ওই দুইজন হলেন- বরিশাল জেলার সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৬৫) এবং ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আবুল কায়সার (৭২)।
জানা গেছে, ঝালকাঠি জেলার আবুল কায়সার জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার দুপুর দেড়টার দিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।
আবুল কায়সারের মৃত্যুর ১০ মিনিটের মধ্যে রাত ১১টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন বরিশাল জেলার সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৬৫)। তিনিও সোমবার রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।