আব্দুস সাত্তার আব্বাসী সোহেল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাঁত শিল্পকে অনন্য উচ্চতায় নিতে ভুমিকা পালনকারী এনায়েতপুর থানার খুকনী গ্রামের বিশিষ্ট তাঁত ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী শফিকুল ইসলাম শফি (৬৪) ফুসফুসে সমস্যা সহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ আসর খুকনী আটারদাগ জামিয়া হুসাইনিয়া মদীনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ময়দানে তার নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়।
তিনি গত মাসখানেক আগে ফুসফুসে সমস্যা নিয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। এখানে তার দেহে করোনা পজিটিভ আসে। এরপর ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি ছিলেন। পরে করোনা নেগেটিভ আসে। শনিবার ভোর রাতে হাজী শফি ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুতে সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, সামাজিক সংগঠন একুশে ফোরামের সভাপতি আখতুরুজ্জামান তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেছেন, শফি হাজীর মৃত্যু এনায়েতপুর এক দরদী সমাজপতিকে হারালো।
শফি হাজী এক দিকে সামাজিক ভাবে মানুষের পাশে যেমন দাঁড়াতেন। তেমনি ছিলেন শিক্ষানুরাগী। ছিলেন ঐতিহ্যবাহী খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দীর্ঘ দিন সভাপতি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy