গার্মেন্টস শ্রমিকদের চলমান ন্যায্য বেতন ভাতার অসন্তোষ নিয়ে যে আন্দোলন চলছে। এটাকে পুঁজি করে গুজব সৃষ্টিকারী ও উস্কানি দাতাদের আইনের আওতায় আনতে অভিযান চলছে এবং যেকোনো সহিংসতা প্রতিরোধে র্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার আল-মইন ।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নবীনগর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সংক্রান্তে র্যাব ফোর্সের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল-মইন আরও বলেন, আশির দশকের গোড়ার দিকে বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয়। আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ তৈরি পোশাক শিল্প রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় এবং দেশের মোট রপ্তানি আয়ের সিংহ ভাগই আসে তৈরি পোশাক রপ্তানি খাত থেকে। এ খাতের মাধ্যমে প্রায় অর্ধকোটি মানুষের, যার মধ্যে অধিকাংশই নারীদের কর্মসংস্থানের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এছাড়াও এই পোশাক শিল্পের হাত ধরেই দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য।
সংবাদ সম্মেলন শেষে ঢাকার মিরপুর ও সাভার এবং গাজীপুরের আশুলিয়া, কোনাবাড়ি, ভোগড়া, শফিপুর এলাকায় সহিংসতার ঘটনা সংগঠিত হওয়া গার্মেন্টস সমূহ পরিদর্শন করেন তিনি। এসময় র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান সহ র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।