বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ম-লীর সদস্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম বাহিনী শ্রমিক শ্রেণি। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে সাহসী একজন রাষ্ট্রনায়ক। মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় ধাপে ধাপে যে পদক্ষেপগুলো নিয়েছেন বা নিতে যাচ্ছেন তাতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে দারুল মার্কেট চত্বরে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদ আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, ৬৯ এর ঐতিহাসিক গণঅভূত্থানের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর নির্দেশনায় গঠিত জাতীয় শ্রমিক লীগ অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী চেতনার স্ফূরণ ঘটাতে সহায়ক শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং এর আগে ৬ দফা আন্দোলন শ্রমিক নেতা মনু মিয়া ও হাসানুজ্জামানের রক্তে সিক্ত হয়। পরে মুক্তিযুদ্ধের সূচনা পর্বে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানী অস্ত্রবাহী সোয়াত জাহাজ অবরোধে শ্রমিক জনতার আত্মবলিদান মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শ্রমিক লীগকে শ্রমিক সাম্যের মন্ত্রে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সভ্যতার মহান কারিগর শ্রমিক শ্রেণি। সমাজ প্রগতির পুরোভাগে থাকলে গণতন্ত্র, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা নিরাপদ থাকবে। এই নিরাপদ থাকার সাহসী ঠিকানা হলেন জননেত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সিবিএন-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবুর সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক ও টিএন্ডটি সিবিএ সভাপতি সাবের আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা মো. ইব্রাহিম, জামাল উদ্দিন লিটন, জাফর আহমদ, নাছির উদ্দিন, মো. সিরাজ, আবদুল মালেক, আবদুল লতিফ, নাগির্স আক্তার, কৃষ্ণা চক্রবর্ত্তী, টিপু সুলতান, শাহজান সাজু, জসিম উদ্দিন, মো. ফরিদ, মাহবুবুর রহমান লিংকন, রাজেশ বড়–য়া, আবদুল মান্নান টিটু, নেছার আহমদ, আবু কালাম, মো. ফোরকান, মো. হিরণ মিয়া, আনোয়ার হোসেন দুলাল, মো. ইসমাইল, সমিরুল ইসলাম তুহিন, আবদুল লতিফ, নুর ইসলাম, আজগর আলী, মো. মহসিন, মো. রনি, মো. বাবলু, মমতাজ মিয়া, জজ মিয়া, শহিদুল ইসলাম, আবু কালাম, রবিউল ইসলাম, মো. আলমাস, মো. সোহেল, মো. মিজান, মো. জিহান, মো. জয়নাল, মো. ইব্রাহিম, মো. মানিক, মো. মাহিন, মো. সবুজ, আলী হোসেন, মো. রুবেল, রুবেল হোসেন, মো. মফিজ প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy