প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২১, ৯:০১ পি.এম
শ্রম প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১০ দিনের সফরে আজ খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৮ অক্টোবর সন্ধ্যায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ৯ অক্টোবর বিকাল তিনটায় শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতি হিসেবে যোগদান এবং সন্ধ্যায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ১০ অক্টোবর বিকাল সাড়ে তিনটায় রেলিগেট শশীভূষণ মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শশীভূষণ বিদ্যানিকেতন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সন্ধ্যায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ১১ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজাম-প পরিদর্শন এবং রাতে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ১২ অক্টোবর সকাল ১০টায় খুলনা শহিদ হাদিস পার্কে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং নগরীর বিভিন্ন পূজাম-প পরিদর্শন করবেন। তিনি ১৩ ও ১৪ অক্টোবর বিভিন্ন পূজাম-প পরিদর্শন এবং রাতে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি ১৫ অক্টোবর বিকাল সাড়ে তিনটায় খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে খুলনা জুট ওয়ার্কাস ইনস্টিটিউটের মতবিনিময় সভায় যোগদান এবং রাতে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
১৬ অক্টোবর বিকেলে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy