ডেস্কঃ
মৌশ্রীমঙ্গলে মা ও মেয়ে খুনের ঘটনায় প্রধান আসামি আজগর আলীকে আটক করেছে পুলিশ। রবিবার মৌলভীবাজার আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়। গ্রেপ্তার আজগর আলী খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক।
উল্লেখ্য, গত শুক্রবার (৫জুন) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামানের সহযোগিতায় খুনের ঘটনার পরদিন শনিবার রাতে আসামির নিজ এলাকা সিন্দুরখান ইউনিয়নের তালতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি আজগর আলী ১৬৪ ধারায় খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেয়। স্বীকারোক্তিতে সে বলে পূর্ব আক্রোশের জেড়ে বৃহস্পতিবার রাতে ঘরের পেছনে বেড়া ভেঙে ভেতরে ঢুকে মা ও মেয়েকে চোলায় ফুক দিয়ে আগুন জ্বালানোর লোহার চুঙ্গা দিয়ে প্রথমে শাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে খুন করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy