শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলের মাইজদিহি চা বাগানে দুবৃত্তদের অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযানে বালু আটক করে উপস্থিত নিলামে চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় বিক্রয় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২,৮০,০০০ টাকা জরিমানা আদায় ও ৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
গতকাল ৬ জুলাই (সোমবার) দুপুর ১২ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা বাগানে লিজ ডিডভুক্ত খাস জমির বালু দুবৃত্তরা উত্তোলনের মাধ্যমে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করছে বলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে র্যাব এর একটি চৌকস টিম সহায়তা প্রদান করে।
অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে উত্তোলিত স্তুপীকৃত বালু ও বালু উত্তোলনের সরঞ্জামাদিআটক করা হয়। সরঞ্জামাদির মধ্যে রয়েছে ২টি শ্যালো মেশিন, জোড়া লাগানো বেশকিছু পাইপ, ১ টি এক্সকেভেটর ও বালুভর্তি ১ টি মিনিট্রাক পাওয়া যায়। ঘটনাস্থলে প্রাপ্ত বালু আনুমানিক ৪২,০০০ ঘনফুট প্রকাশ্য স্পট নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার নিকট ৪,৪৪,০০০ ( চার লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা নিলামে বিক্রয় করা হয়।
এ ছাড়া বালু উত্তোলনের সরঞ্জামাদির মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২,৮০,০০০ ( দুই লাখ আশি হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একইসাথে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী বালু উত্তোলনের সাথে জড়িত ৩ ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম বলেন,শ্রীমঙ্গল উপজেলায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy