আশিকুর রহমান আশিক,
শ্লীলতাহানীর অভিযোগ নিয়ে থানায় স্বরা ভাস্কর
সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত অশালীন মন্তব্য করায় দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন স্বরা ভাস্কর। দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন এই অভিনেত্রী। অভিযুক্তদের মধ্যে একজন ইউটিউবার। অন্যজন টুইটারের মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন স্বরা।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় স্বরা। এর আগেও বিভিন্ন বিষয়ে টুইট করে সমালোচিত হতে হয়েছে তাকে। এতদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার জবাব দিলেও এবার সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভীরে দি ওয়েডিং’ সিনেমায় স্বরা ভাস্করকে একজন সাক্ষীর চরিত্রে অভিনয় করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। সে সময় তার অভিনিত একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। তা নিয়েই দীর্ঘদিন কটূক্তির শিকার হতে হয় স্বরাকে। এবার আর সহ্য করতে না পেরে সোজা আইনের দ্বারস্থ হন তিনি।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় স্বরা লেখেন, আমি একা নই। পাবলিক প্ল্যাটফর্মে জোরাল কণ্ঠে কোনো নারী কথা বললেই হেনস্তা ও ভার্চুয়াল যৌন নিগ্রহ তার রোজনামচা হয়ে ওঠে… আর এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
এর আগে শাহরুখ খানের ছেলের পাশে দাঁড়িয়ে স্বরা লেখেন, মন্ত্রীর ছেলে ইচ্ছাকৃতভাবে ৪ জনকে খুন করে বাড়িতে আরাম করছে আর শাহরুখের ছেলে মাদক সেবনের দায়ে জেলে। আপেক্ষিকভাবে ভারতবর্ষে মাদক সেবনের চাইতে খুন করা লঘু বিষয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy