নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের ১৪ এ ফেব্রুয়ারি আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পর্যবেক্ষক এবং সাধারণ মানুষ এত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন এর আগে কোন দিন দেখেনি তবুও অর্থের বিনিময়ে ভোট কারচুপি করা হয়েছে বলে পরাজিত ১২ জন সাধারন কাউন্সিলর প্রার্থীরা পুনঃ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করাই পাল্টা সংবাদ সম্মেলন করেছে আক্কেলপুর নাগরিক কমিটি। বৃহস্পতিবার (১৮ ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আক্কেলপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আক্কেলপুর নাগরিক কমিটির
আহ্বায়ক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলুর উপস্থাপনায়, কমিটির যুগ্ম- আহবায়ক মো.সাইদুর রহমান কবিরাজ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবী করে বলেন, অনুষ্ঠিত নির্বাচনের পর হঠাৎ করে
গত ১৬ ফেব্রুয়ারি আওয়ামীলীগের ১২ জন পরাজিত কাউন্সিলর প্রার্থী দলীয় কোন্দল এবং ব্যক্তিগত আক্রোশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর ‘অর্থের বিনিময়ে নির্বাচন কর্মকর্তাদের যোগসাজসে তার মনপুত্ত প্রার্থীদেরকে বিজয়ী করিয়েছেন’ বলে আক্কেলপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে শুধুমাত্র কাউন্সিলর পদে পুনঃনির্বাচন দাবী করে এক সংবাদ সম্মেলন করেন এবং পরদিন সংবাদটি প্রতিটি প্রকাশিত হয় তাদের ওই অভিযোগ ও প্রকাশিত সংবাদটি আদেও সত্য নয়। অনুষ্ঠিত আক্কেলপুর পৌরসভা নির্বাচন সম্পর্কে পরাজিত ১২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীরা যে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এবং যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন। নির্বাচন পদ্ধতি,নির্বাচন কমিশন, ইভিএম মেশিন এবং সরকারের ভাবমূর্তি খর্ব করার অপপ্রয়াসের বিরুদ্ধে সংবাদটি প্রকাশিত হওয়াই বর্তমান আওয়ামী সরকারের পাশাপাশি আক্কেলপুর বাসীর মানক্ষুণ্ন হয়েছে আমরা আক্কেলপুর নাগরিক কমিটির পক্ষ থেকে ঘৃণা পোষন করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আক্কেলপুর নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, আক্কেলপুর মজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ কবিরাজ মন্টু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম,পুরাতন বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম সহ সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy