ওরেনিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেছেন, সংবিধানের পাঁচটি মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করছে আ"লীগ সরকার। যার ফলে দেশ এখন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। সরকারের দূরদর্শী পদক্ষেপে শিক্ষা ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অভূতপূর্ব সাফল্যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সফল রাষ্ট্র নায়ক বাংলাদেশ আ"লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
শুক্রবার (০৩ রা মার্চ) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ কেন্দ্রীয় আ"লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি বলেন, ‘শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকদের সম্মান করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আমরা চাই জয়পুরহাটের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাদের শিক্ষার্থীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান,জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আ"লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা,ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম, প্রভাষক আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,আয়োজক কমিটির আহ্বায়ক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র একান্ত সচিব মো.তোফাজ্জল হোসেন। শিক্ষক ক্যাম্পে জয়পুরহাটের কালাই-ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ২ শত ৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার শিক্ষক অংশ নেন। দুপুরে উপস্থিত শিক্ষকদের মধ্য ভোজের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy