পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
অবশেষে অবহেলিত পাইকগাছা পৌরসভা পাবলিক লাইব্রেরীর সংস্কার ও উন্নয়ন করা হচ্ছে। উদীয়মান তরুণ প্রজন্মকে বই পড়া সহ লাইব্রেরী মুখো করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইব্রেরীর বই পড়ার পরিবেশ ফিরিয়ে আনতে সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করেছেন। এক সময়ের জনপ্রিয় এই লাইব্রেরীটি উদ্যোগের অভাবে লাইব্রেরীর বই ও আসবাবপত্র নষ্ট হয়ে ভুতুড়ে পরিবেশ তৈরী হয়। অপরদিকে ফেসবুকের অবাধ ব্যবহারের ফলে বই পড়া এবং লাইব্রেরী থেকে মুখ ফিরিয়ে নেয় তরুণ প্রজন্মের কিশোর, কিশোরী ও শিক্ষার্থীরা। টানা কয়েক বছর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইব্রেরীর পূর্বের পরিবেশ ফিরিয়ে আনতে নিয়েছেন নানা উদ্যোগ। যার মধ্যে রয়েছে, নতুন নতুন বই সংগ্রহ, আসবাব পত্র তৈরী, লাইটিং ব্যবস্থা, রং ও অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন কাজ করার। রোববার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy