তারই ধারাবাহিকতায় এই এলাকার সাধারণ মানুষ করোনা মহামারির পাশাপাশি চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এবং দোহাজারী এলাকার অসহায় ১৫০০(এক হাজার পাঁচশত)পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করছে। দেশের যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।
২২ আগস্ট, রবিবার, দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে চন্দনাইশ পৌরসভা ৩ নং ওয়ার্ড খারালা নিজ গ্রামে, বরকল বরমা বাংলাবাজার এলাকায়, বৈলতলী ইউনুচ মার্কেট এবং দোহাজারী পৌরসভা ২ নং ওয়ার্ডের দিঘীর পাড় এলাকায় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
ডা.শাহাদাত আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে এই চন্দনাইশে খাল খনন কর্মসূচি করছিলেন। এখানে শহীদ জিয়ার উন্নয়নের ছোঁয়া রয়েছে। শহীদ জিয়ার উন্নয়ন ছিল কৃষকের আইলে আইলে, শ্রমিকের বস্তিতে বস্তিতে। শহীদ জিয়ার সততা, দেশপ্রেম ও জনপ্রিয়তাকে তারা ডিঙ্গাতে পারছে না বলেই শহীদ জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে বর্তমান সরকার।
তিনি বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সাধারণ জনগণ আজ অসহায়। করোনাকালীন সময়ে গরীব অসহায় নুষের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ ও ত্রাণ থেকে তারা বঞ্চিত হয়েছে। সরকার ও সরকারদলীয় লোকজন গরীব অসহায়, দুস্থ -মানুষের জন্য বরাদ্দকৃত টাকা ও ত্রাণ লুটপাট করেছে।
উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপি ও চন্দনাইশ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।