রফিক তালুকদার,অানোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরীর বিলের বটতলী ও বারশত ইউনিয়নের সীমান্তবর্তি লোকালয়ের মাঝখানে তিন ফসলী জমি দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা এমবিএম নামক ইট ভাটাটি গুড়িয়ে দিতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ী, স্কেবেটর, বুলডোজার সহ ইট ভাটা গুড়িয়ে দেওয়ার নানা সরঞ্জাম নিয়ে এসেও রহস্যজনক কারনে গুড়িয়ে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্হানীয় একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজ(১৯জানুয়ারী) সকাল ১১টার সময় ইট ভাটা গুড়িয়ে দেওয়ার উল্লেখিত সকল সরঞ্জাম ও বিপুল সংখ্যক অাইন শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্য সহ হাজির হন পরিবেশ অধিদপ্তরের জনৈক নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
সরকারী রাস্তা ঘেসে ও চতুর্পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠা এই অবৈধ ইট ভাটাটি ভেঙ্গে ফেলা হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার অসংখ্য উৎসুক জনতা ইট ভাটার চারপাশে জমায়েত হতে থাকে।
সবার ধারণা ছিল এই পরিবেশের ক্ষতিকারক ইট ভাটা সত্যিই গুড়িয়ে দেয়া হবে। কিন্তু তা হয়নি।
রহস্যজনক ভাবে সকল সরঞ্জাম নিয়ে ফিরে যান সেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ অন্যান্যরা।
এর কারন জানতে চাইলে কোনরকম সদোত্তরও মেলেনি তাদের কাছ থেকে।
উল্লেখ্য স্হানীয় শামসুল আলম নামের এক প্রভাবশালী ব্যাক্তির মালিকানাধীন এই ইট ভাটাটির নেই কোন রকম সরকারী লাইসেন্স ও ছাড়পত্র।
সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্তাদের প্রতিমাসে বিশেষ মাসোহারা দিয়েই রমরমা ব্যাবসা করে যাচ্ছে এই শামসু।
এই শামসুলের বিরুদ্ধে গায়ের জোরে জমি দখলের অভিযোগও রয়েছে স্হানীয় অনেক কৃষকের।
ভুক্তভোগী কয়েকজন কৃষক জানান ইট ভাটাটির আশপাশের অনেক জমির প্রকৃত মালিকের সাথে কোনরকম চুক্তিপত্র না করেই ইট ভাটার কাজে জমি ব্যাবহার করছেন এই শামসু।
এইসব বিষয়ে দির্ঘদিন যাবৎ বিভিন্ন পর্য্যায়ে দেন দরবার করেও কোন সুরাহা পায়নি জমির মালিকগণ।
উল্টো শামসুল আলমের গুন্ডা বাহিনীর দ্বারা হামলার শিকার হয়েছেন অনেকই।
অাসামী হয়েছেন মিথ্যা মামলার।
লোকালয়ে গড়ে উঠা এই ইট ভাটার চুতর্পাশের জনতার দাবী, অচিরেই এই অবৈধ ইট ভাটটি বন্ধ করা না হলে এর ক্ষতিকারক ধোঁয়ায় চারপাশের ছয়টি গ্রামের প্রাকৃতিক পরিবেশের চরম ক্ষতি সহ জনস্বাস্থ্যের নানবিধ সমস্যা চরম আকার ধারণ করবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy