সকালে নিখোঁজ হওয়া গৃহবধূর খোঁজ মিলল রাতে, গ্রেফতার ২
| ২৮ মে ২০২১ | ৯:৫২ অপরাহ্ণ
সকালে নিখোঁজ হওয়া গৃহবধূর খোঁজ মিলল রাতে, গ্রেফতার ২
FacebookTwitterShare
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা ২০ বছর বয়সী এক গৃহবধূ। তিনি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলা শহরে যান। কিছু সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন।
এরপর থেকেই তার আর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও গৃহধূর সন্ধান পাননি তার স্বামী। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য।
Surjodoy.com
অবশেষে তার স্বামী একই দিন সন্ধ্যায় নন্দীগ্রাম থানায় অপহরণ মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে বগুড়ার সোনাতলা উপজেলা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অপহরণ মামলায় দু’জনকে গ্রেফতার করাজেলহাজ
The Daily surjodoy
শুক্রবার দুপুরে গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। আর ওই নারীকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, কাহালু উপজেলার সমন্তাহার গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোর ও আমিরুল ইসলাম নামে এক যুবক।
নন্দীগ্রাম থানার এসআই রেজাউল করিম বলেন, গ্রেফতার দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy