প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২০, ১১:৩২ এ.এম
সখিপুরে বনের ভিতর গোপন জুয়ার আড্ডায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই জুয়াড়িকে এক মাস করে কারাদণ্ড
শহিদুল ইসলাম সোহেল,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুরে বনের ভেতর গোপন জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এসময় জুয়া খেলার অপরাধে দুই জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাস করে সাজা প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের এমএম চালা(আন্দি)বিট কার্যালয়ের পাশে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা। এসময় আটককৃতদের নিকট থেকে চব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
সাজা পাওয়া দুজন হচ্ছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছোবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০) ও টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকার গোমর মিয়ার ছেলে রাকিব হাসান (৩৮)। উপজেলার এমএমচালা (আন্দি) বিট কার্যালয়ের পাশে বনের ভেতর জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের করা হয়।
আটকের কাজে আদালতকে সহযোগিতা করেন ডিঅমস (ডিগ্রি অনার্স মাস্টারস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন দিনদুপুরে একদল জুয়াড়ি বনের ভেতর আস্তানা গেড়ে জুয়া খেলছে। ডিঅমস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণকে জুয়াড়িদের আটক করতে পাঠানো হয়। তরুণদের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। তাঁরা দুজনকে আটক করে আদালতে সোপর্দ করেন। পরে আটক দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy