
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের সখীপুরে পৌর নির্বাচনে যাচাই-বাছাইয়ে একই ওয়ার্ডে বাবা ও ছেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গত রবিবার সখীপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
বাবা-ছেলে প্রতিদ্বন্দ্বীরা হলেন সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক দুইবারের কাউন্সিলর বিল্লাল সিকদার এবং তার ছেলে শামীম সিকদার।
আর এদিকে বাবা ও ছেলের একই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে ভোটার ও স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনাও সৃষ্টি হয়েছে এবং এই ওয়ার্ডে পিতা-পুত্র ছাড়াও কাউন্সিলর পদে আরও দুই জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় “কোনো কারণে বাবার মনোনয়ন বাতিল হলেও যেন ছেলে থাকতে পারেন। এজন্য কাউন্সিলর বিল্লাল সিকদারের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তার ছেলে শামীম সিকদার এবং পরবর্তীতে তিনি নিজেও। কিন্তু এখন সরগরম থাকলেও পরে বাবার সমর্থনে ছেলে সরে যাবেন।” তবে এ বিষয়ে আলোচিত দুই প্রার্থীর বাবা-ছেলের বক্তব্য পাওয়া যায়নি।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, “পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দেন। আর এদের মধ্যে কাউন্সিলর পদে ঋণ খেলাপির দায়ে একজনের মনোনয়নপত্র বাতিল হয় এবং এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।”
এ জাতীয় আরো খবর..
Leave a Reply