তৌহিদ আহমেদ রেজা: যুগ্ম সচিব পরিচয় দিয়ে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আবুল কালাম আজাদ (৫৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি।
বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মিডিয়া কর্মকর্তা সিনিয়র পুলিশ সুপার জিসানুর রহমান জিসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে পল্টন থেকে হাইকোটগামী রাস্তা থেকে মোটরসাইকেলে পালানোর সময় প্রতারক আজাদকে গ্রেফতার করে সিআইডির ইকোনমিক শাখার একটি দল।
সিআইডির কাছে গ্রেফতার আজাদ স্বীকার করেছে- সে নিজেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে এক ব্যক্তিকে রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেয়ার মিথ্যা আশ্বাস দেয়। পরে ওই পরিচয়ে একটি বেসরকারি ব্যাংকের বাসাবো শাখার সাবেক ম্যানেজার নুর মোহাম্মদ হাওলাদারের কাছে থেকে বিভিন্ন দফায় ৯ লাখ ৮০ হাজার টাকা প্রতারণা করে গ্রহণ করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy