জাহাঙ্গীর বাবুল ঃ
ঢাকা-পটুয়াখাী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনতোষ হালদার (৩৫) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে।
মনোতোষের পারিবারিক সূত্রে জানা যায়, সে আগৈলঝাড়া শশুরবাড়ি থেকে নলছিটিতে তার নিজ বাড়ি যেতে বরিশালগামী মাহেন্দ্রযোগে ফিরছিলেন,
মঙ্গলবারবিকাল ৫টার দিকে মাহেন্দ্রটি বরিশালের রহমতপুর এলাকায় পৌছলে কোন ভাবে গাড়িটি ধাক্কা লাগায় মাহেন্দ্রের পিছনে নিয়ম বহির্ভুত তেরী সিটে বসে থাকা মনতোষ ছিটকে পড়ে যায়।
পেছন দিক থেকে আসা অন্য আরেকটি গাড়ি তাকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোতোষ নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের মনোরঞ্জন হালদার’র ছেলে। তার বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও ৪ বছরের একটি সন্তান রয়েছে।
সে ঝালকাঠির বাঁধঘাট এলাকায় ঔষধের ব্যবসা করতো।
মনোতোষের মরদেহ এলাকায় পৌছালে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।