সড়ক পরিস্থিতি: গাজীপুর
রাশিদ আহমেদ গাজীপুর জেলা প্রতিনিধিঃ
Facebook Twitter Instagram share
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহন এবং ঘরমুখো মানুষের চাপ। করোণা ভয়, পথের ভোগান্তি উপেক্ষা করে যে যেভাবে পারছেন, ছুটছেন গ্রামের দিকে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। সৃষ্টি হয়েছে থেমে থেমে যানজট। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।
Surjodoy.com
শিল্প অধ্যুষিত গাজীপুরে সকাল থেকে কারখানা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদযাত্রায় বাড়ি ফিরতে মহাসড়ক এসে দাঁড়িয়েছেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহন এবং ঘরমুখো মানুষের চাপ। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ির অপেক্ষা করছেন। ঘরমুখো যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে গাড়ি পাচ্ছেন না তারা। এছাড়া দূরপাল্লার বাস না চলাচল করায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের।
The Daily surjodoy
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পে কাজ চলমান থাকায় বৃষ্টির পানি জমে পুরো রাস্তা কর্দমাক্তসহ ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে এই সড়কে স্বাভাবিক গতিতে চলতে পারছে না গাড়ি। এছাড়া বিভিন্ন রুটের গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।এতে বিপাকে পড়েছেন ঘরমুখো হাজার হাজার যাত্রী।
The Daily surjodoy
দুপুরের পর অন্যান্য পোশাক কারখানা একযোগে ছুটি হলে গাড়ির চাপ আরো বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
একই চিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও। চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের চাপ ও ঘরমুখো মানুষের আনাগোনা বেড়ে গেছে।
তবে যানজট নিরসন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ ও স্বাস্থ্যবিধি তদারকিতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy