1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সদা হাস্যজ্বল,মিষ্টভাষিণী,,নিরহংকারী একজন সফল উদ্যোগতা সুষমা সুলতানা রুহি
সোমবার, ১২ মে ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কসবায় বিএসএফের এলোপাথাড়ি গুলিতে বাংলাদেশি যুবক নিহত! চট্টগ্রামের বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবা সহ আটক ১ঃ মাদক পরিবহনে নিয়োজিত মোটর সাইকল জব্দ ট্রেনঃ পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ঘাতকের রহস্য এবং “হ্যাবিচুয়াল কনফিডেন্স” চট্টগ্রামে ১৪ পিছ বিদেশী স্বর্নের বার সহ আটক ১ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দিয়েছে আদালত আওয়ামীলিগের সময়ে আওয়ামীলিগের নেতা , বিএনপির সময়ে বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা ! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

সদা হাস্যজ্বল,মিষ্টভাষিণী,,নিরহংকারী একজন সফল উদ্যোগতা সুষমা সুলতানা রুহি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৪৩ এএম
  • ৬৩৮ বার পঠিত

সদা হাস্যজ্বল,মিষ্টভাষিণী,,নিরহংকারী একজন সফল উদ্যোগতা সুষমা সুলতানা রুহি আপু । আরেকটা

বিশেষ গুন আমি লক্ষ করেছি,যে কারো সাথেই দেখা হলে তার সাথে এমন ভাবে কথা বলবেন দেখে মনে হবে কতো জন্মের পরিচিত। এ পর্যন্ত যতো বার উনার সাথে দেখা হলো সব সময়ই হাস্যউজ্জল মুখে বুকে জড়িয়ে নিয়েছেন যা সচারাচর অনেকেরই পক্ষে করা সম্ভব নয়। সুষমা সুলতানা রুহি আপু ব্যক্তি জীবনে যেমন সফল ঠিক তেমনি বাইরের জগতে ও সফল।
একজন নারী। নারী হয়েও সব সময় নিজেকে সংসার ও বাইরের কাজে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয় যদি তার পরিবার তাকে সম্পূর্ণ সহযোগিতা না করে এ দিক থেকে আপু একজন ভাগ্যবান মানুষ বলে মনে করি।

সব সময় দেখেছি নারীদের কে নিয়ে কাজ করতে নারীদের কে এক একজন উদ্যোগতা হবার উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের কাজের যায়গা তৈরি করে দিতে পারে এমন মন মানসিকতার মানুষের অভাব আছে কিন্তু রুহি আপুর মধ্যে এ ব্যপারে অধম্য উৎসাহ কাজ করে যে কোন নারী তার কর্ম গুণ দিয়ে নিজেকে প্রকাশিত করলে তিনি মহা খুশি অনুভব করেন। তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যান। তাদের সফলতাই আপু তার সফলতা মনে করেন এমন সাদা মনের মানুষ আজ কাল পাওয়া সত্যি দুসকর বিষয়।

আপুকে দেখেছি করোনা কালীন সময়ে দুস্ত অসহায় মানুষের পাশে দাড়াতে, দেখেছি বঞ্চিত অবহেলিত মানুষের পাশে দাড়াতে। সব সময় মানুষের পাশে দাড়িয়ে মানুষের জন্য কাজ করা এই মানুষটি সত্যি খুবই উদার মনের হয়ে থাকেন।

আরেকটা বিষয় হলো কারো আচরনে কষ্ট পেলে বন্ধু সুলভ ব্যবহার দিয়ে খুব সযত্নে সেটা ঢেকে রাখতে পারেন। অথচ সেই কষ্টটা মনে না রেখেই পরবর্তীতে তার পাশে দাড়াতে বিন্দু পরিমান দেরি করেন না।
সফল উদ্যোক্তা সুষমা সুলতানা রুহি (সদস্য, জেলা পরিষদ,সিলেট) উনার সম্বন্ধে যতই বলি কম বলা হবে।একজন মানুষের আচরন বিধি তাকে কতটা মহৎপ্রান করে তুলতে পারে তা এই মানুষটাকে দেখলেই বুঝা যায়। বন্ধুসুলভ আচরণে সবার মনে জায়গা করে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক উনাকে দিয়েছেন।

দোয়া করি সর্বচ্ছ সম্মানটুকু আল্লাহ আপনাকে দান করুন,কোটি কোটি হৃদয়ে আপনারই ঠাঁই হউক।খুব ভালো থাকবেন পরিবার সহ সবাইকে নিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

One response to “সদা হাস্যজ্বল,মিষ্টভাষিণী,,নিরহংকারী একজন সফল উদ্যোগতা সুষমা সুলতানা রুহি”

  1. Thetamelt says:

    Reactions were terminated by the addition of 100 ОјL cold methanol on ice cialis generic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews