সদা হাস্যজ্বল,মিষ্টভাষিণী,,নিরহংকারী একজন সফল উদ্যোগতা সুষমা সুলতানা রুহি আপু । আরেকটা
বিশেষ গুন আমি লক্ষ করেছি,যে কারো সাথেই দেখা হলে তার সাথে এমন ভাবে কথা বলবেন দেখে মনে হবে কতো জন্মের পরিচিত। এ পর্যন্ত যতো বার উনার সাথে দেখা হলো সব সময়ই হাস্যউজ্জল মুখে বুকে জড়িয়ে নিয়েছেন যা সচারাচর অনেকেরই পক্ষে করা সম্ভব নয়। সুষমা সুলতানা রুহি আপু ব্যক্তি জীবনে যেমন সফল ঠিক তেমনি বাইরের জগতে ও সফল।
একজন নারী। নারী হয়েও সব সময় নিজেকে সংসার ও বাইরের কাজে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয় যদি তার পরিবার তাকে সম্পূর্ণ সহযোগিতা না করে এ দিক থেকে আপু একজন ভাগ্যবান মানুষ বলে মনে করি।
সব সময় দেখেছি নারীদের কে নিয়ে কাজ করতে নারীদের কে এক একজন উদ্যোগতা হবার উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের কাজের যায়গা তৈরি করে দিতে পারে এমন মন মানসিকতার মানুষের অভাব আছে কিন্তু রুহি আপুর মধ্যে এ ব্যপারে অধম্য উৎসাহ কাজ করে যে কোন নারী তার কর্ম গুণ দিয়ে নিজেকে প্রকাশিত করলে তিনি মহা খুশি অনুভব করেন। তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যান। তাদের সফলতাই আপু তার সফলতা মনে করেন এমন সাদা মনের মানুষ আজ কাল পাওয়া সত্যি দুসকর বিষয়।
আপুকে দেখেছি করোনা কালীন সময়ে দুস্ত অসহায় মানুষের পাশে দাড়াতে, দেখেছি বঞ্চিত অবহেলিত মানুষের পাশে দাড়াতে। সব সময় মানুষের পাশে দাড়িয়ে মানুষের জন্য কাজ করা এই মানুষটি সত্যি খুবই উদার মনের হয়ে থাকেন।
আরেকটা বিষয় হলো কারো আচরনে কষ্ট পেলে বন্ধু সুলভ ব্যবহার দিয়ে খুব সযত্নে সেটা ঢেকে রাখতে পারেন। অথচ সেই কষ্টটা মনে না রেখেই পরবর্তীতে তার পাশে দাড়াতে বিন্দু পরিমান দেরি করেন না।
সফল উদ্যোক্তা সুষমা সুলতানা রুহি (সদস্য, জেলা পরিষদ,সিলেট) উনার সম্বন্ধে যতই বলি কম বলা হবে।একজন মানুষের আচরন বিধি তাকে কতটা মহৎপ্রান করে তুলতে পারে তা এই মানুষটাকে দেখলেই বুঝা যায়। বন্ধুসুলভ আচরণে সবার মনে জায়গা করে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক উনাকে দিয়েছেন।
দোয়া করি সর্বচ্ছ সম্মানটুকু আল্লাহ আপনাকে দান করুন,কোটি কোটি হৃদয়ে আপনারই ঠাঁই হউক।খুব ভালো থাকবেন পরিবার সহ সবাইকে নিয়ে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy