কামরুল হাসান মহানগর প্রতিনিধিঃ সনদ ছাড়া চিকিৎসা সেবা, ভুয়া চিকিৎসক আটকনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মঙ্গলবার হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় মো. তানবির আহমেদ সরকার নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।
এ সময় আটককৃতের কাছ থেকে তার স্বাক্ষরিত ২ পাতা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট উদ্ধার করা হয়। বুধবার দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।
আটককৃত মো. তানবির আহমেদ সরকার কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন শিবনগর এলাকার মো. আব্দুল মতিন সরকারের ছেলে।
মাহমুদুল হাসান জানান, মো. তানবির আহম্মেদ দীর্ঘদিন ধরে নিজেকে সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিল। র্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার ডাক্তারি সনদ ও বিএমডিসি’র রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে সে কোনো সনদ ও রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy