মোঃ আবুল কাশেম,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার সন্ত্রাসবাদী চরফ্যাশন উপজেলার সন্ত্রাসবাদী এওয়াজপুর ইউনিয়নের সন্ত্রাসবাদী দুই নং ওয়ার্ডের দূরবাসী শ্রমিক জসিম এর স্ত্রীর রাজহাঁস চুরির বিচার সম্পন্ন হয়েছে। ০৩/০৭/২০২০ ইং তারিখে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিচারে দুই নং ওয়ার্ডের আবু তাহের মাষ্টার বাড়ীর কাজল ঘরামী (মিস্ত্রী) এর ছেলে মমিন, মৃত: করিম নেতার ছেলে আযাদ, একই ইউনিয়নের এক নং ওয়ার্ডের ছালেম হাওলাদার দাবী সূত্রের ছালেম মাঝির ছেলে সুজন, হারুন সহ আরো একজন মিলে মোট পাঁচ জন চুরির দায়ে চোর সাব্যস্ত হয়েছে। বিচারক চুরি করা চোরাই মাল রাজহাঁসের মূল্য বাবদ চোরদের দুই হাজার পাঁচশ টাকা মাত্র জরিমানা ধার্য করে চুরির অপরাধের দায় মুক্তি প্রদান করেছে। তবে চোরের কোন বিচার করা হয় নাই। এতে করে এলাকায় চুরির প্রবনতা আরো বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এলাকায় চুরির হিড়িক পড়েছে। তবে এলাকার অরিজিনাল চোর হিসেবে মৃত: মুজাহার এর ছেলে মোসলেহ উদ্দিন ও সিরাজ, পাকনা ইব্রাহিম, নুর মোহাম্মদ দর্জির ছেলে মহসিন, বাচ্চু, মফিজুল দর্জি গং সম্পূর্ণ রূপেই ধরা ছোঁয়ার বাইরে থাকিয়া ব্যপক চুরি চামারি করে যাচ্ছে। অন্যদিকে মৃত: হানিফ দর্জির ছেলে জসিম দর্জি গ্যাং চরফ্যাশন উপজেলার চরশশীভূষন বাজার এর বিভিন্ন চুরির নেপথ্য নায়ক। ঐ সকল চোর ডাকাত গ্যাং চক্র স্থানীয় সাংসদ সদস্যের পোষ্য চোর ডাকাতের দলভূক্ত লোক বিধায় তাদের কৃত চুরির অপরাধের বিরুদ্ধে কোন রায় প্রদান করা হচ্ছে না বলে খোঁজ পাওয়া গেছে। এক নং ওয়ার্ডের মৃত: সোনা মিয়া চৌকিদার এর পুত্র আব্দুল কাদেরের বড় মেয়ের জামাই জসিম কর্ম ও রুজি রোজগারের তাগিদে চট্রগ্রামে অবস্থান নেওয়ার সুবাদে তার গ্রামের বাড়িতে লোকজন এর কমতির সুযোগ কাজে লাগিয়ে কে বা কোন চোর চক্র গত ০১/০৬/২০২০ ইং তারিখে দিনগত গভীর রাতে সঙ্গোপনে ঐ জসিমের গৃহের গৃহপালিত হাঁস-মুরগির খোপ খুলে দুটি রাজহাঁস চুরি করে। ঘটনার পরের দিন উক্ত চুরির খবর বিভিন্ন দিকে রটে। এলাকায় চুরি সম্পর্কে বিস্তারিত ও বিভিন্ন কানাঘুষা চলে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবস্থাপনায় বিচারের আসর বসানোর আয়োজন করায় চুরির ঘটনা যথাযথ তদন্তকারী কর্তৃপক্ষের নিকট গড়াতে পারে নাই। অন্যদিকে সাব্যস্ত চোরদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তারা বলে যে, এলাকায় পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে তাকে কন্যা সন্তান বানায়। এবং কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে পুত্র সন্তান বানায়।