রাঙ্গামাটি প্রতিনিধিঃ
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে রাঙামাটিতে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালার পাশাপাশি জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা জুন) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ রেজাউল করিম, জাতীয় ইমাম সমিতির রাঙামাটি জেলা সভাপতি কারী মোঃ ওসমান গণি চৌধুরী, ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া এবং কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবুল হাসান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, আলেম-ওলামারা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি। আপনারা নিজ নিজ জায়গা থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবেন। ইসলামে শান্তির কথা বলা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম প্রশ্রয়দেয় না।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy