সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
"সত্যের সন্ধানে প্রতিদিন" স্লোগান জাতীয় ভাবে অষ্টম অবস্থানে থাকা জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়েছে।
গতকাল ১০ই মার্চ ২০২৩ইং শুক্রবার সন্ধ্যা ৭ টায় সন্দ্বীপের প্রাণ কেন্দ্র এনাম নাহার হাই স্কুলের মোড়ে হোটেল তাজের কনফারেন্স রুমে পত্রিকাটির সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমনের আয়োজনে দশম বর্ষপূর্তি উদযাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ষ্টোশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া,সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী,আহসান জামিল টেকনিক্যাল সেন্টার অধ্যক্ষ কামরুল হাসান,আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়,কবি প্রবন্ধিকার নীলাঞ্জন বিদ্যুৎ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মিলাদ মোদাচ্ছির,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য সচিব দৈনিক ভোরের ডাক ও জনবাণীর প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদার,দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি সাজিদ মোহন,দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি আবদুর রহমান ইমন, দৈনিক আলোকিত দেশ প্রতিনিধি নজরুল নাইম, দৈনিক দিন প্রতিদিন প্রতিনিধি সাহেদ খান প্রুমখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy