1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সন্দ্বীপ উপজেলা নির্বাচনে আলোচনায় যারা
শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়: রাষ্ট্রপতি অবশেষে রাজধানিতে  দেখা মিলল  বৃষ্টির যে কারণে যৌনতার প্রতি আগ্রহ কমে যায় টেকনাফ সীমান্তে  ভেসে আসছে মর্টার শেল ও ভারি গোলার বিকট শব্দ,  দেখা যাচ্ছে  আগুনের কুণ্ডলী বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রমের  নির্দেশ প্রধানমন্ত্রীর  সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী লক্ষ্মীপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ বরুড়ায় বই ও কসমেটিক বিক্রেতাকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড,  স্বামী’র কারাদণ্ড বদলগাছীতে আগুনে ক্ষতিগ্রস্ত কাঠ মিস্ত্রিকে সহায়তা দিলেন সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী দেবীদ্বারে আনোয়ারাকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

সন্দ্বীপ উপজেলা নির্বাচনে আলোচনায় যারা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৫.৪৩ পিএম
  • ৭০ বার পঠিত
  • পুষ্পেন্দু মজুমদার সন্দ্বীপ :    

 

চলতি মাসের শেষে তফসিল আর মার্চ মাসে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে এমন ঘোষণায় তৎপরতা চালাচ্ছেন সন্দ্বীপ উপজেলার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। তবে এবার আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না উপজেলা পরিষদ নির্বাচনে।

ইতোমধ্যেই চেয়ারম্যান পদে অন্তত ১২ জন সম্ভাব্য প্রার্থীর নাম মুখেমুখে শোনা যাচ্ছে। আবার অনেকেই প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক তুলে নেয়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্দ্বীপে আওয়ামী লীগ ছাড়া এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি বা জায়ামাত সমর্থিত অন্য কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্ভাব্য তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেসা চৌধুরী জেসি, সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহম্মেদ, সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র জাফর উল্ল্যাহ টিটু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ১৫ নং মাইটভাংগা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহেদ সারোয়ার শামীম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ১৭ নং মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যকারি কমিটির সদস্য যুক্তরাষ্ট্রের ব্রকলিন আ.লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, সন্দ্বীপ উপজেলা পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান রাজনৈতিবিদ মাস্টার শাহাজাহান বিএ এর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য নাদিম শাহ আলমগীর, বৃহত্তর ১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, গতবছর ২৩ জানুয়ারি সন্দ্বীপ উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মাস্টার শাহাজাহান বিএ মৃত্যু বরণ করলে চেয়ারম্যান পদটি শুন্য হয়। একই বছরের ৯ এপ্রিল নির্বাচন কমিশন সন্দ্বীপ উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করে ২৫ মে নির্বাচন হয়। তখন চেয়ারম্যান পদে ১৮ জন আওয়ামী লীগের মনোনয়ন চান, সে সময় ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন কে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। এবার আর থাকছে না দলীয় প্রতীক উনুক্ত থাকলে বাড়তে পারে প্রার্থীর সংখ্যা।

 

এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন সন্দ্বীপি, বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, গতবার সামান্য ভোটে হেরে যাওয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম জিল্লু, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক প্রনব মজুমদার, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তেমন কার ও নাম না শুনা গেলে ও লোকে মুখে প্রার্থী হতে পারেন বলে আলোচনা আছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লুৎফর নেছা ও নারী নেত্রী ও উদ্যেক্তা সালেহা রুপসা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews