1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সফল মেয়র এর রাজনৈতিক জীবন শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন!
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৯ দোকানদার!গাফিলতির অভিযোগ ফায়ার সার্ভিসের উলিপুরে “তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত কালুখালী উপজেলা ছাত্রদলের শাওরাইল ইউনিয়নের কর্মী সম্মেলন  অনুষ্ঠিত                  খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ রাজশাহী পুঠিয়ায় অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা পুড়ছে কাঠ লোহাগড়া কৃষি অফিসে বিভিন্ন তথ্য পেতে সাংবাদিকদের ভোগান্তি এখনো ঝুঁকিমুক্ত নয় মা হারা হাতি শাবকটি রইছে নিবিড় পরিচর্যায়। সারদা পুলিশ একাডেমিতে কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লোহাগড়ায় গরু ব্যবসায়ী অপহরণ: শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি ডামুড্যায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় সাংবাদিক সহ আহত ৩

সফল মেয়র এর রাজনৈতিক জীবন শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন!

  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ১.০৭ এএম
  • ২৫৮ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধিঃ

শিবগঞ্জ পৌরসভার মানচিত্রে যেন উন্নয়নের রংতুলি লেপন করেছেন  মেয়র তৌহিদুর রাহমান মানিক!
এক বাক্যে বলতে হবে সফল মেয়রও তিনি।
কর্ম আর কর্মফল গননা করলে তার দুটোই হবে অনুকূল, বিচক্ষণ রাজনীতিবিদ,সাংবাদিকতা জীবনেও ছিলেন উত্তরবঙ্গ সাংবাদিক ফোরামের সভাপতি আমার জানা মতে।

মাত্র ৪ বছরের উন্নয়ন চিত্রে যদি বলতেই হয় বলতে হবে এক জনদরদী বীরের থেকে পৌরবাসীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ এ পৌরসভার উন্নয়ন। দল-মত নির্বিশেষে  নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, প্রতিবন্ধী এমনকি ছোট্ট শিশুদেরও আবদার বা চাহিদা পূরণে সুখে, দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন মেয়র মানিক।

স্বাধীনতা বিরোধী জামাত ও বি এন পি’র  ঘাটি শিবগঞ্জের মাটিতে নৌকা মার্কার  বিজয় নিশান উড়েছে কিন্তু  ঐ মেয়র এর হাত ধরেই। আর নৌকাতেই যে একমাত্র উন্নয়ন সম্ভব তা বুঝতে আর বাকি নেই সচেতন পৌরবাসীর। মাত্র ৪ বছরে নৌকা মার্কার জয়ের পরপরই চিত্রটা সম্পূর্ণ পাল্টাতে শুরু করে। অভাবনীয় উন্নয়ন চিত্রে যেন চোখ খুলে যায় পৌরবাসীর । বিশেষ করে উপজেলাজুড়ে যেকোন নির্বাচনের একটি ইস্যু ছিল করতোয়া নদীর উপর অর্জুনপুর-রাঙামাটি সেতু। শুধু তাই নয় এই কাজটি ছিল চ্যালেঞ্জিং, কেউবা বলেছিল  এই ব্রিজ করতে পারলে আর ভোটে দাঁড়াবো না, আর সফল মেয়র জননেতা তৌহিদুর রহমান মানিক কথা দিয়েছিলেন
অর্জুনপুরবাসীকে সহ পৌরবাসীকে আমি ঐ ব্রিজটি করে দেখাবে তিনি বাস্তবায়ন করেই ছেড়েছেন। অবশেষে নিন্দুকদের সকল কটুক্তি উপক্ষো করে এই সেতু নির্মাণের মধ্য দিয়ে এলাকাবাসীর বহুল আকাঙ্খিত স্বপ্ন আজ বাস্তবায়নের শেষ প্রান্তে। অপরদিকে শুরু করেছেন ভুরঘাটাবাসীর সেতু নির্মাণের কাজ।

একের পর এক সুদীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণ, অসংখ্য সড়ক সংস্কার, কার্পেটিং ও বিসি সড়ক নির্মাণসহ পৌরসভার সিংহভাগ উন্নয়নই করেছেন মাত্র এক মেয়াদকালেই। বর্তমান সময়ে কোভিট-১৯ এর প্রভাবে আরো প্রশংসা কুড়িয়েছেন তিনি। দিনমজুর, হোটেলশ্রমিক, প্রতিবন্ধীসহ অসহায় মানুষদের আস্থা হয়ে উঠেছেন মেয়র মানিক। দিনে রাতে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য-সহযোগিতা চালিয়ে যাচ্ছেন তিনি। শুধু তাই ই নয় মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শে পৌরবাসীকে অনুপ্রাণিত করতে স্থাপিত করেছেন দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু স্কয়ার।

মানুষের ধর্ম পালনেও তার দৃষ্টি আছে সজাগ। শিবগঞ্জ কেন্দ্রীয় বরকতিয়া মসজিদ ও ঈদগাহ  মাঠকে দৃ্ষ্টিনন্দন, বরকতিয়া কবরস্থান,  সুলতানপুর কবরস্থানের রাস্তা নির্মাণ ও কেন্দ্রীয় বানাইল মহাশ্মশান আধুনিকায়নের কাজ চলছে তার পরিকল্পনায়। নতুন বছরে ‘খাতা উৎসব’ করে পৌর এলাকার সকল শিক্ষার্থীদের মাঝে নতুন খাতা প্রদান, এলাকার এতিম অসহায় মেয়ের ধুমধাম করে বিয়ে দেওয়া, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের সাহায্য করা, ঈদে গরীবদের জন্য আলাদা করে গরু বরাদ্দ দেওয়া, অসহায়দের ঈদের নতুন পোশাক দেওয়া, শীতার্থদের মাঝে পোশাক বিতরণ, পুজায় মন্ডবগুলোতে সাহায্য দেওয়া, অসহায় হিন্দুদের বিভিন্ন সহযোগিতা দেওয়া, গরীব দুঃখি মানুষদের জন্য তিনি চালু করেছেন ‘গরীবের এম্বুলেন্স’ সেবা, এমনকি শিশু-কিশোরদের ক্রীড়ামূখী করতে খেলার উপকরণও দিচ্ছেন এ জনদরদী মেয়র। এমন অসংখ্য উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলে প্রিয় মুখ হয়ে প্রশংসা কুড়াচ্ছেন উন্নয়নের কারিগর খ্যাত মেয়র তৌহিদুর রহমান মানিক। যা একটি মাত্র পৃষ্ঠায় অঙ্কিত করা সম্ভব নয়।

মেয়র তৌহিদুর রহমান মানিকের কাছে পৌরবাসীকে ব্যাপক এই উন্নয়ন যজ্ঞ উপহারের বিষয়ে বললে তিনি জানান, দেশ এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়কে। সেই সঙ্গে তাল মিলিয়ে শিবগঞ্জ পৌরসভাও এগিয়ে যাচ্ছে দ্রুত উন্নয়নের দিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ১৬ কোটি মানুষকে সঙ্গে নিয়ে সুখী সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই উন্নয়নের ধারাকে সময় উপযোগী  রাখতে প্রান্তিক পর্যায়ে তাঁর একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি।

ইতিমধ্যে পৌরসভাজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ সুসম্পন্ন করেছি। শিবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক-দৃষ্টিনন্দন শহর গঠনে আমরা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এউন্নয়ন চালু রাখতে পৌরবাসীর সহযোগিতা ও ভালোবাসা একান্ত কাম্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews