আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মা শিরিন খামন (৮৪)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জানা যায়, প্রতিমন্ত্রীর ‘মা’ গতকালও পুরোপুরি সুস্থ্য ছিলেন। আজ তার বাসায় ফেরার কথা ছিলো। কিন্তু,মৃত্যুর অতি সত্য বাস্তবায়নে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ছেলে ডা. এনামুর রহমানের হাতে হাত রেখেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলেই মৃত্যু কোলে ঢলে পড়লেন তিনি।
ডা. এনামের সকল উৎসাহ,প্রেরণা আর শক্তির উৎস ছিলো তাঁর মা। ছোট বেলায় তার বাবা মারা যাবার পর এ মা’ই বাবার শূন্যস্থান পূরণ করার একমাত্র অবলম্বন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,২ মেয়েসহ অসংখ্য আত্নীয় পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ এশা তালবাগ কবরস্থান মাঠে জানাযা শেষে তাকে বোনের কবরের পাশে দাফন করা হবে। প্রতিমন্ত্রী ও তার পরিবার মা’য়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।