ডেস্কঃ
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ অংশে রাতের বেলা ছেয়ে যাওয়া অন্ধকার এবার দূর হচ্ছে। অন্ধকার দূর করতে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পরামর্শে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে ১৬০টি সড়কবাতি (স্ট্রিট লাইট) বসছে। সড়কের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা সদরের আশপাশেও বসানো হবে সৌরবিদ্যুতের এসব বাতি। আজ মঙ্গলবার, ৯ জুন বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ প্রথম পর্যায়ের এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ প্রমুখ। এ প্রসংগে উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অন্ধকারে ছেয়ে যায়। আর এতে ঘটে নানা ধরনের দুর্ঘটনা। তাই সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশে ১৬০টি লাইট বসানো হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy