আনোয়ার হোসেন আন্নুঃ
করোনা দুর্যোগের সময় বাংলাদেশ পুলিশের ভূমিকার কারণে এক সময় যারা বাহিনীটির সমালোচনা করতেন তারাও আজ পক্ষে কথা বলছেন এবং প্রশংসা করছেন বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। করোনার পরও এই ভাবমূর্তি ধরে রাখতে তিনি বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশপ্রধান। রবিবার দুপুরে পুলিশ সদরদপ্তরে একটি অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। এসময় তিনি সদ্য পদোন্নতি পাওয়া ২১ অতিরিক্ত পুলিশ সুপারের ব্যাজ পরিয়ে দেন।
বেনজীর আহমেদ বলেন, ‘দেশে করোনা পরিস্থিতিতে সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করছে পুলিশ। এ পর্যন্ত ২৪ জন সহকর্মী করোনাযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। নিজ দায়িত্বের বাইরে ‘মানবিক পুলিশ’ হিসেবে মানুষের পাশে থেকে সেবা দিচ্ছে। করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিকে আপনজনরা ছেড়ে যাচ্ছে। তখন পুলিশ তাদের দাফন-সৎকার করছে। করোনাকালে জনগণকে সেবা দেয়ায় সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভূয়সী প্রশংসা পেয়েছে পুলিশ।’
করোনাপরবর্তী সময়েও আস্থা ও সম্মান ধরে রাখার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘মানুষ পুলিশকে সম্মান করছে, ভালোবাসছে। যারা নানা কারণে পুলিশের সমালোচনা করতেন, তারাও আজ পুলিশের পক্ষে কথা বলছেন। পুলিশের জন্য কলম ধরছেন। এটা বাহিনীর জন্য বিশাল অর্জন। পুলিশের প্রতি মানুষের এ বিশ্বাস, আস্থা ও সম্মান আমাদেরকে করোনা পরবর্তী সময়েও ধরে রাখতে হবে।’
আইজিপি নির্মোহভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে পুলিশ কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান। বলেন, ‘থ্রি নট থ্রি রাইফেল’ দিয়ে পাকহানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের মোকাবেলা করেছে পুলিশ। ৭১’এর গর্বিত ইতিহাসকে ধারণ করে উত্তরাধিকারী হিসেবে পুলিশকে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (অর্থ) মো. শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজি (এইচআরএম) এস এম রুহুল আমিন প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy