1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সমুদ্রে ২২ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়াছে পাথরঘাটার ২৫ হাজার জেলে
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিপন্ন অলিভ রিডলি প্রজাতির কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয় কক্সবাজার সমুদ্রে সৈকতে।  সাভারের স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ করেন  কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা সহ ৭ জন আটক।  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে বিএনপিকর্মী নিহতের ঘটনায় মামলা, ১৬ নেতা বহিষ্কার। শহীদ ইয়ামিনকে সাভারের তালবাগ কবরিস্থানে কবর দিতে দেয়নি জি এস মিজান। মঙ্গল’ শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে। মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। বাংলাদেশী যুবকের ভালোবাসার টানে ফিলিপাইন থেকে সাইরা খাঁন নামের এক তরুনী ছুটে আসে সাভারের আশুলিয়ায় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না: হেফাজত

সমুদ্রে ২২ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়াছে পাথরঘাটার ২৫ হাজার জেলে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭.০৯ পিএম
  • ১৮৫ বার পঠিত
  • আরিফুল ইসলাম, পাথরঘাটা প্রতিনিধি:
মা ইলিশ রক্ষায় সমুদ্রে ২২ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়াছে পাথরঘাটার জেলেরা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২ নভেম্বর এই ২২ দিন সময়ে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই ১১ নভেম্বর মধ্য রাতের মধ্যে হাজারো ট্রলার উপজেলার বিভিন্ন স্থানে এসে নোঙ্গর করে অলস সময় কাটাচ্ছে জেলেরা।
উপকূলে জেলেরা সমুদ্রের মাছের উপর নির্ভরশীল, ইলিশ মাছ বিক্রির টাকা তাদের এক মাত্র আয়ের উৎস। বরগুনার পাথরঘাটায় জেলের সংখ্যা প্রায় ২৫ হাজার। এই সকল জেলারা ২২ দিনের জন্য কর্মহীন হয়ে পড়েছে। পাথরঘাটায় সরকারি নিবন্ধিত ১১ হাজার ৮৮ জন জেলে। অবরোধের ২২ দিনের জন্য ১১ হাজার ৮৮ জন জেলে সরকারি সহায়তা পায় ২৫ কেজি চাল । বর্তমান সময় বাজার মূল্যের কাছে ২২ দিনের জন্য এই ২৫ কেজি চাল অতি তুচ্ছ। তাই পাথরঘাটার জেলেপাড়ায় জেলেদের মধ্যে উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে। তাই ২২ দিনের জন্য নতুন কর্মসংস্থান খুঁজছে পাথরঘাটার জেলেরা।
জেলে কবির খান বলেন, নিষেধাজ্ঞার ২২ দিনে আমরা ২৫ কেজি চাল পেয়ে থাকি। এই ২৫ কেজি চাল দিয়ে সংসার চলে না এর সাথে আমাদের আর্থিক সহায়তা দরকার। সরকারের কাছে আমাদের দাবি আর্থিক সহায়তা দিতে হবে না হলে বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মা ইলিশ রক্ষায় উপকূলের জেলেরা শতভাগ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রস্তুত।
এ সময় তিনি সরকারের কাছে দাবি জানান , নিষেধাজ্ঞার সময়ে যেন ভারতের ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার না করে, সেদিকে খেয়াল রাখার সহ জেলেদের ২২ দিনের জন্য বিকল্প কোন কর্মসংস্থান সৃষ্টি করে দেয়ার দাবি জানায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সাগর ও নদীতে এই ২২ দিন কোনো জেলেকে মাছ শিকার করতে দেওয়া হবে না। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
এই ২২ দিনের জন্য ১১হাজার ৮৮ জন জেলেকে সরকারিভাবে ২৫ কেজি করে চাল সহায়তা দেয়া হচ্ছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews