তফিকুল ইসলাম(কালাই)প্রতিনিধিঃ-
জয়পুরহাটে সরকারি গাছ চুরির অপরাধে ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) ভোরে কালাই উপজেলার মোসেলমগঞ্জ-তেলিহার রোডের গাছ কাটা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে পুলিশ আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, কালাই উপজেলার সারুঞ্জার গ্রামের মৃত রবিউল হাসান যাদু (৪১), চেঁচুরিয়ার রফিকুল আকন্দের ছেলে রবিউল ইসলাম (২৭), টাকাহুত গ্রামের মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে রুহুল আমিন (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালাই উপজেলার উদয়পুর মোসেলমগঞ্জ-তেলিহার রোডে পাইকগাছা এলাকায় পাকা রাস্তার পাশে ভোর রাতে একটি ইউকেলেক্টার্স গাছ কাটা হচ্ছে। ওইসময় স্থানীয় মহিলা ইউপি সদস্য কহিনুর আকতার রুবিকে স্থানীয়রা খবর দেন তিনি তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি থানাতে খবর দেন।
থানার পুলিশ এসে ৫ টি গাছের কন্ডগুল জব্দ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদার সৎ ভাই রবিউল হাসান যাদু সহ ৩ জনকে আটক করে। পরে ওই ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কহিনুর আকতার রুবি বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা জানান, গাছ কাটার সংবাদ পেয়ে আমি থানাতে খবর দিলে পুলিশ এসে আমার সৎ ভাইসহ ৩ জনকে আটক করে ও গাছের গুল গুলো ইউনিয়ন পরিষদে জব্দ করে রাখা আছে।
কালাই থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম মালিক দৈনিক সূর্যোদয়কে বলেন, সরকারি গাছ কাটার দায়ে ৩ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।