ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্ফানের জন্য বরাদ্দ করা চাল আত্মসাতের ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৬ জুন) উপজেলার বানা ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমাউন কবীর বাবু ও ইউপি সচিব মোস্তাফিজুর রহমানকে এ জরিমানা করা হয়।
জানা গেছে, ঘূর্ণিঝড় আম্ফানের জন্য বানা ইউনিয়ন পরিষদে ১ টন চাল বরাদ্দ করা হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে ছয় বস্তা চাল আত্মসাৎ করে ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা। গোপন খবরের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সামনের দোকানের সামনে থেকে ছয় বস্তায় ৩০ কেজি করে মোট ১৮০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।
এসময় আটক করা হয় ভ্যানচালক এরশাদ মোল্যাকে। পরে তার স্বীকারোক্তিতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা। গরিব, অসহায় হওয়ায় ভ্যানচালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy