সরকারি ৬১ বস্তা ভিজিডি কর্মসূচির চাল জব্দ
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা মন্ডলপাড়া থেকে ৩০ কেজি ওজনের ৬১ বস্তা ভিজিডি কর্মসূচির চাল জব্দ করেছে থানা পুলিশ।
রবিবার(২০ জুন) বিকেলে সোনা মিঁয়ার ছেলে আব্দুল কাদেরের বাড়ি থেকে এসব চালগুলো জব্দ করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল কাদের বাড়ির পিছনের দিক দিয়ে পালিয়ে যান।
ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মন্ডল,ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, আব্দুল কাদের হিন্দা মন্ডলপাড়ায় তার নিজ বাড়িতে সরকারি চালগুলো অবৈধ ভাবে মজুদ করে রেখেছিলেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালালে এসময়ে পুলিশের উপস্থিতি টেরপেয়ে আব্দুল কাদের পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তার বাড়ি থেকে সরকারি ভিজিডি কর্মসূচির ৬১ বস্তা ভর্তি ১ হাজার ৮ শত ৩০ কেজি ওজনের চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন এ ঘটনায় কাদেরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযুক্তকে আটকের জন্য পুলিশ জোড় তৎপরতা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply