নিজস্ব প্রতিবেদক:
বিএনপি -জামায়াতের আন্দোলন ও অপপ্রচার কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন তাহেরপুর পৌরসভার মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে ১১ ফেব্রুয়ারী শনিবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর ডিগ্রী কলেজের সামনে শহীদ মিনারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
‘আওয়ামী লীগের জনগণের দল। আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে। এর শেষ পযায়ে এসে বিএনপি সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিতে আন্দোলন করছে, সেই দাবি ভিত্তিহীন, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। সংবিধান পরিবর্তন ছাড়া দাবি মানা সম্ভব নয়। আর সংবিধান পরিবর্তন করার সুযোগ নেই, কারণও নেই। সেই কারণে বিএনপির আন্দোলন কখনো সফল হবে না। বিএনপি বর্তমান সরকারের উন্নয়ন দেখে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তিনি আরো বলেন, আমরা দেখেছি বিএনপি দেশের বিভিন্ন জায়গায় সমাবেশের নামে পিকনিক করেছে। পিকনিকের এই আন্দোলন করে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। বিএনপি যতদিন মাঠে থেকে আন্দোলন করবে, আমরাও নেতাকমীদের নিয়ে মাঠে থাকবো। বিএনপি জ¦ালাও-পোড়াও করবে, আমরা বসে থাকবো- এমনটি ভাবার কারণ নেই। আমরা রাজপথে থেকে বিএনপিকে প্রতিরোধ করা হবে। দেশ বিরোধী অপশক্তিকে রুখতে আমরা ঐক্যবদ্ধ।
তাহেরপুর পৌরসভা আওয়ামী সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব রহমান বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর কলেজের অধ্যক্ষ এস এম জিয়াউদ্দিন টিপু ও সাবেক অধ্যক্ষ এবং পৌর আওয়ামী লীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন, তাহেরপুর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ।
শান্তি সমাবেশে তাহেরপুর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা বলেন, আওয়ামী লীগ শান্তিপ্রিয় একটি দল। বিএনপি-জামায়াতের মতো সন্ত্রাসী দল নয়। তারা বর্তমান সরকারের উন্নয়নে ঈষাণিত হয়ে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা তাদের অপপ্রচারে বিভ্রান্ত হয় না। আর যদি বিএনপি-জামায়াত নৈরাজ্য, সন্ত্রাসী ও ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করেন তাহলে যুবলীগ তা কঠোর হাতে দমন করবে বলেও হুশিয়ারি দেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy