কাইয়ুম মাহমুদ চলনবিল
সিরাজগঞ্জের সলঙ্গায় কওমি মাদ্রাসায় মোবাইল চুরির অপবাদে এক শিশু ছাএকে বেধরক পিটিয়ে জখম করার ঘটনায় এলাকায় তোলপার । পুলিশ মাদ্রাসার মোহতামিম এরশাদকে আটক করেছে ।
জানা যায় গত কাল শনিবার বেলা ১২ টার সময় অএ থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিন পাড়া কওমি মাদ্রাসার মোহতামিম এরশাদ তার কক্ষে মোবাইল ফোন রেখে গোসল করতে যায় । ফিরে এসে মোবাইল না পেয়ে অএ মাদ্রাসার ছাএ মোঃ মেরাজুল ইসলাম (৯)পিতা মোঃ হামিদুল ইসলাম সাং নাঙ্গল মোরা থানা সলঙ্গা কে সন্ধেয় মুলক ভাবে ঘরে আটক করে বাঁশের কুনচি দিয়ে হাত পা ও পিঠে বেধরক মারপিট করে জখম করে ।
এঘটনার খবর পেয়ে তার আত্নীয় সজন মাদ্রসায় এসে মুমর্ষ অবস্থায় মিরাজকে উধার করে স্থানীয় সাখাওয়াত এইচ মেমরিয়াল হাসপাতালে ভর্তি করে ।
সলঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনারস্থল থেকে মাদ্রাসার মোহতামিম এরশাদকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান ,শিশু নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষকে আটক করা হয়েছে ,তার বিরুধে আইনআনুগ ব্যাবস্থা নেয়া হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..