প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২১, ৬:১৫ পি.এম
সলঙ্গায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ কারবারি আটক
কাইয়ুম মাহমুদ চলনবিল
চলনবিলের সলঙ্গায় র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার(১৮ জানুয়ারী) গভীর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কান্দিপাড়া গ্রামস্থ ঢাকা টু রাজশাহী গামী হাইওয়ে রাস্তার উত্তর পাশে বিসমিল্লাহ্ হোটেলের সামনে তল্লাশী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির মন্ডল (৩০), পিতা-মোঃ রমজান মন্ডল, সাং- কিশোরপুর, থানা- বাঘা, জেলা-রাজশাহী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(খ) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy